পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলেযুবকের বাধা

Main Admin
মার্চ ১২, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর : পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ওই যুবক শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে।পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম। এ সময় সাইদী ফাউন্ডেশনে সামনে থেকে একটি যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে ভিডিও করা অবস্থায় তাকে আটকালে আমাদের কাছ থেকে জোড় করে পালিয়ে যেতে গেলে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।