লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তাদের ক্যাটাগরি থেকে এখনো ডাকা হয়নি।
প্লাটিনাম ক্যাটাগরিতে ৪৪ ক্রিকেটার থেকে দল পেয়েছেন ১০ জন। ডেভিড ওয়ার্নার, টম কোহলার ক্যাডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েলরা দল পেয়েছেন।
মুস্তাফিজ ও সাকিবের পর তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদরাও দল পেলেন না। তারা ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে।