বীমা গ্রাহকদের পাসপোর্টের তথ্য দাখিলের বিষয়ে অস্বস্তি তৈরি হয়েছে বীমা খাতে। তবে এই নির্দেশনা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।সম্প্রতি বীমা কোম্পানিগুলোকে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্টের তথ্য সংরক্ষণ করার নির্দেশ দেয় আইডিআরএ। এ নির্দেশনার ফলে বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও এজেন্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।আইডিআরএ সূত্র জানিয়েছে, মূলত গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতেই এই তথ্য চাওয়া হয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়, বরং একটি অতিরিক্ত পরিচয় যাচাই প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে।বীমা সংশ্লিষ্টরা বলছেন, অনেক গ্রাহকের পাসপোর্ট নেই, ফলে এটি বাধ্যতামূলক হলে বীমা কার্যক্রম ব্যাহত হতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।