পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব এবং এ জন্য বিদেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে। মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, “আমরা চেষ্টা করছি পাচার করা অর্থ ফেরত আনার জন্য এবং আইডেন্টিফাই করার জন্য। বিদেশের সঙ্গে কিছু চুক্তি করা হবে, যাতে দ্রুত প্রক্রিয়া শুরু হয়।”
ড. সালেহউদ্দিন আরও জানান, অনেক ক্ষেত্রে ১১-১২ জনের কাছ থেকে ২০০ কোটি টাকার ওপরে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বাকী টাকাগুলোর জন্যও চেষ্টা চলছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, এক মাসের মধ্যে এই বিষয়ে আরও ভাল তথ্য পাওয়া যাবে। তবে নতুন টাকা বাতিল করার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।