ঝিনাইদহের কালীগঞ্জের পরকীয়ার জেরে আগুনে দগ্ধ আহসানুল ইসলাম অর্কিড (৩২) নামে এক যুবকের মৃত্যু। সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার বাসিন্দা। এই ঘটনায় নিহতের পিতা ওসমান গণি চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিন জনকে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অর্কিড। তবে গত বুধবার (৫ মার্চ) সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এসময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন অর্কিডের শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অর্কিডের পরিবারের লোকদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার ভর্তি করেন।
এদিকে ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায়, তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।এ বিষয়ে, যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, ‘নিহতের বাবা চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়ার বিরোধে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে; তদন্ত শেষে মামলা হিসাবে রেকর্ড করা হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।