চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জটলা তৈরি হয়েছে, যা পণ্য খালাসে সমস্যা সৃষ্টি করছে। লাইটারেজ জাহাজ সংকটের কারণে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে, ফলে নৌপথে পরিবহন সংকট দেখা দিচ্ছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ১২ মার্চ পর্যন্ত ১২৪টি মাদার ভেসেল বন্দরে অবস্থান করছে, যার মধ্যে ১০৭টি কনটেইনার ও বাল্কপণ্যবাহী জাহাজ রয়েছে। তবে, মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটারেজ জাহাজের সংকট সৃষ্টি হয়েছে, বিশেষত বাল্ক পণ্য আমদানির কারণে লাইটারেজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সংকটের ফলে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে, যা অতিরিক্ত খরচ ও সময়ের সংকট সৃষ্টি করছে।
নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনজুরুল কবীর জানিয়েছেন, লাইটারেজ ব্যবস্থাপনায় কিছু সমস্যা সৃষ্টির কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত ডেমারেজ খরচ গুনতে হচ্ছে আমদানিকারকদের।
এছাড়া, ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (ডব্লিউটিসিসি) যুগ্ম সচিব আতাউল কবীর রঞ্জু বলেন, বর্তমানে ৯১৫টি লাইটার জাহাজ খালাসের জন্য অপেক্ষমাণ রয়েছে, যাদের মধ্যে ১৬৩টি ৩০ দিনের বেশি সময় ধরে অপেক্ষা করছে।
এ পরিস্থিতি আমদানিকারকদের জন্য অতিরিক্ত খরচ ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন, পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে এবং পণ্য খালাসের প্রক্রিয়া আরও দ্রুত হবে।