পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন: এক মাসে ৭ ম্যাচ, ৩ গোল ও ৪ ম্যাচসেরা

Main Admin
মার্চ ৩, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ক্লাবটি তাঁকে ছেড়ে দিলে নেইমার ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। আর ফিরে এসেই দেখিয়েছেন পুরোনো জাদু।

ফিরেই দুর্দান্ত ফর্মে নেইমার

সান্তোসের হয়ে মাত্র এক মাসেই ৭ ম্যাচ খেলেছেন নেইমার। এর মধ্যে ৬টিতে একাদশে থেকে মাঠে নেমেছেন, আরেকটিতে বদলি হিসেবে খেলেছেন। আরও চমকপ্রদ ব্যাপার হলো, একাদশে থাকা ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই হয়েছেন ম্যাচসেরা।

সবশেষ ম্যাচে ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। ম্যাচের মাত্র ৯ মিনিটেই দুর্দান্ত এক ফ্রি–কিকে দলকে এগিয়ে দেন তিনি। তাঁর করা এই গোল সান্তোসের জার্সিতে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। এর পাশাপাশি এখন পর্যন্ত ৩টি গোল করানোরও কৃতিত্ব রয়েছে তাঁর।

নেইমারের স্বপ্নের মতো প্রত্যাবর্তন

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এমন পারফরম্যান্স স্বপ্নের মতোই লাগছে নেইমারের কাছে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।”

নেইমারের ভবিষ্যৎ কী?

নেইমার কি এই স্বপ্নের মতো ফর্ম ধরে রাখতে পারবেন? পুরোনো ইনজুরির ধাক্কা কাটিয়ে আবারও কি বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য দেখাতে পারবেন? ফুটবলপ্রেমীরা এখন সেই উত্তরের অপেক্ষায়। তবে আপাতত, নেইমার তাঁর চেনা মাঠে ফিরেছেন এবং দুর্দান্ত খেলেই যেন সব সমালোচনার জবাব দিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।