নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। অনির্বাচিত সরকার কতদিন থাকবে, সেটার ঠিক নেই। আপনারা কবে রোডম্যাপ দেবেন, তারও কোনো নির্দেশনা নেই। ভাসাভাসা সময়ের কথা বলছেন-এত সালের শেষে, অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এ দেশের জনগণ সন্তুষ্ট নয়।’
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়। অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম।’
চলতি বছরের জুলাই-আগস্ট মাসে নির্বাচন সম্ভব জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও এক মাস সময় চাইছে। কিন্তু অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ভোটার হালনাগাদ চলছে, অন্যান্য আইনি সংস্কার কাগুজে ব্যাপার। অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এ দেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার কমিশন যে উদ্দেশ্যে সাংবিধানিক একনায়কতন্ত্র বিলুপ্তির জন্য যে প্রস্তাব করেছে, তাকে সাধুবাদ জানানো যায়। তবে এমন প্রস্তাব আছে, যেগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে বলে আশা করি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে খুব দ্রুত আলোচনার ব্যবস্থা করবেন বলে আশা করি। তবে এমন কোনো সংস্কার প্রস্তাব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, যেটি জাতিকে আরও সংকটের দিকে ফেলে দিতে পারে।’
এদিন বিকেল তিনটায় নগরের কাজীর দেউড়ি এলাকায় একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালউদ্দিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।