ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন কাজে পরীক্ষামূলকভাবে এই চিপ ব্যবহার শুরু করেছে। শিগগিরই আরও বড় পরিসরে এর উৎপাদন ও ব্যবহার শুরু হবে।এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে মেটার অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার তৈরি এআই চিপের ওপর নির্ভরতা কমিয়ে ব্যয় হ্রাস ও কার্যক্ষমতা বাড়াতে চায়। মেটার অভ্যন্তরীণ এআই প্রশিক্ষণ এবং প্রযুক্তির উন্নয়নে নতুন চিপ ব্যবহার করা হবে।মেটার মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর (এমটিআইএ) প্রকল্পের অংশ হিসেবে এই চিপ তৈরি হচ্ছে, যা তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচে দক্ষতার সঙ্গে এআই মডেলকে প্রশিক্ষণ দিতে সক্ষম। তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সহায়তায় এআই চিপটি তৈরি করা হচ্ছে।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটার এই উদ্যোগ ভবিষ্যতে প্রতিষ্ঠানটির এআই অবকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।