চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুই কমিটির ঘোষণা দেয় জেলা বিএনপি।নতুন কমিটিতে নাচোল উপজেলা বিএনপির সভাপতি করা হয়েছে এম মজিদুল হককে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে তরিকুল ইসলাম তারেককে। এছাড়া পৌর বিএনপির কমিটিতে সভাপতি করা হয়েছে রফিকুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম রাব্বানীকে।চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নাচোল উপজেলা এবং পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।