পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দ্রুত চার্জ ও জল প্রতিরোধী নতুন স্মার্টফোন

Main Admin
মার্চ ১১, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তির নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। ‘অপো এ৫ প্রো’ মডেলের ফোনটিতে সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় ৭৬ মিনিটের মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ করা যায়। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। গত রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি প্রদর্শন করা হয়। ফোনটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাবল–টেম্পার্ড গ্লাস ও ওয়াটারপ্রুফ প্রযুক্তি থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলে বা পানিতে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। এ ছাড়া এআই ইরেজার, এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লার, এআই ক্লিয়ারিটি এনহেনসার ও এআই স্টুডিও–সুবিধা থাকায় সহজেই ছবিতে থাকা অবাঞ্ছিত অংশ মুছে ফেলার পাশাপাশি ভালো মানের ছবি সম্পাদনা করা সম্ভব।
 
স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখবেন যেভাবে ৬.৬৭ ইঞ্চি পর্দার ফোনটিতে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। আগামী বৃহস্পতিবার থেকে বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।