রাজধানী ঢাকার বাতাসের মান আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বব্যাপী বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যমতে, শুক্রবার (১৫ মার্চ) সকালেও ঢাকার বায়ুর মান সূচক (AQI) ২০০-এর ওপরে ছিল, যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।বিশেষজ্ঞরা বলছেন, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও শিল্পকারখানার দূষণের কারণে ঢাকার বাতাসের মান ক্রমাগত খারাপ হচ্ছে। দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসে শ্বাস নেওয়া শ্বাসকষ্ট, এলার্জি, হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তোলে।পরিবেশবিদদের মতে, বায়ুদূষণ কমাতে নির্মাণকাজে নিয়ন্ত্রণ আনা, যানবাহনের নির্গমন কমানো ও সবুজায়নের উদ্যোগ জরুরি। তবে শীতকাল এবং শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশেষজ্ঞরা নাগরিকদের মাস্ক ব্যবহার, ঘরের বাইরে কম সময় থাকা ও প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছেন।