পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জেদ থেকেই কী আগ্রাসী ব্যাটিং লিটনের?

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সংবাদটা লিটন পেয়েছিলেন দুপুরেই। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি তার। এরপর সন্ধ্যায় ব্যাট হাতে নেমেই প্রতিপক্ষের বোলারদের রীতিমতো কচুকাটা করলেন এই ঢাকা ক্যাপিটালসের ওপেনার। ৪৪ বলে সেঞ্চুরি তোলার পর ৫৫ বলে ৯ ছক্কা ও ১০ চারে খেললেন ১২৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

হঠাৎ লিটনের অমন আগ্রাসী ব্যাটিংয়ের কারণ কি। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার সংবাদই কী তাতিয়ে দিয়েছিল লিটনকে। যে কারণে ব্যাট হাতে ক্ষোভ ঝেড়েছেন এই ব্যাটার। জেদ চেপে গিয়েছিল কী লিটনের। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। নয়তো এমন খুনে মেজাজের ব্যাটিংয়ে তো তাকে খুব একটা দেখা যায় না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘না, প্রমাণ করার আসলে কিছু নাই। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সবসময় ব্যাক অব মাইন্ডে থাকে, নিজের ক্রিকেটকে কীভাবে উন্নতি করা যায়।’

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া এই ওপেনার বলেন, ‘আমার মনে হয় শেষ কয়েকদিন ধরে ক্রিকেট খুব একটা ভালো যাচ্ছিল না। চেষ্টা করব যে পারফরম্যান্সটা আজকে করেছি, বলব না যে, পরের দিন গেলেই একই পারফরম্যান্স হবে। তবে চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা ধরে রাখা যায়।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে লিটন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।