পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ডের ভুয়া শিক্ষার্থী আটক

Main Admin
মার্চ ৭, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বুধবার দিবাগত রাতে আটক ব্যক্তির নাম আবু হুরাইরা রাব্বি (২২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা।জানা গেছে, হলের ২১৩ নম্বর কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীরা তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন, এতে সন্দেহ আরও বাড়ে। বিষয়টি প্রক্টোরিয়াল টিমকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার কাছ থেকে একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডি কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হুরাইরা স্বীকার করেন যে, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্নজনকে বিভ্রান্ত করেছেন। এমনকি তার পরিবারকেও এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।

ভুয়া আইডি কার্ড তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি শুধুমাত্র মজার ছলে এটি বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু রাতটা কাটানোর জন্য জাবিতে এসেছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।তবে, তিনি আরও স্বীকার করেন যে, জাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়েও তিনি এক শিক্ষার্থীর আত্মীয় পরিচয়ে ৭-৮ দিন হলে অবস্থান করেছিলেন।
এ বিষয়ে হলের ৫৩তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. রিফাদুল ইসলাম ভূঁইয়া বলেন, তার পরিচয় সন্দেহজনক মনে হওয়ায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি, তিনি আগেও ভুয়া পরিচয় ব্যবহার করে ২১২ নম্বর কক্ষে থেকেছেন। আজও থাকার উদ্দেশ্যে এসেছিলেন। সন্দেহ হওয়ায় আমরা তাকে ২১৩ নম্বর কক্ষে আটকে রেখে হল প্রশাসনকে জানাই। পরে প্রশাসন এসে তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রতারণার বিষয়টি স্বীকার করে লিখিত বক্তব্য দেওয়ার পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।