জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতোতে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৯ মার্চ) শহরটির মেয়র কিয়োশি ফুচিগামি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।২৬ ফেব্রুয়ারি থেকে গ্রামাঞ্চলের আশপাশের পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ হাজার ২০০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।প্রায় ২ হাজার ৯০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এটিকে গত ৫০ বছরের মধ্যে জাপানের সবচেয়ে বড় দাবানল হিসেবে চিহ্নিত করেছে। এর আগে, ১৯৭৫ সালে হোক্কাইডো দ্বীপের এক দাবানলে ২ হাজার ৭০০ হেক্টর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সহজ হয়, ফলে দাবানল নিয়ন্ত্রণে আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব জাপানেও পড়ছে।ফেব্রুয়ারিতে ওফুনাতোতে মাত্র ২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালের ৪.৪ মিলিমিটারের রেকর্ডকে ভেঙেছে।১৯৭০-এর দশকের পর থেকে জাপানে দাবানলের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে দাবানলের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।দাবানল নিয়ন্ত্রণে এলেও এতে যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।