ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রশিবির শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি স্বতন্ত্রধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি জানান, ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতা প্রদান, যেখানে রাজনীতি একটি অংশ হলেও, শিক্ষার্থীদের উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন মিনারের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সাদ্দাম। তিনি আরও বলেন, “যৌবন বয়সে কুরআন নিয়ে রিসার্চ করতে হবে এবং আধ্যাত্মিক ইবাদতের প্রয়োজন রয়েছে। ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ইফতারে সংগঠনটির অর্থ সংগ্রহের মাধ্যমে নানা কার্যক্রম চালানো হয়।”
এছাড়া, তিনি উল্লেখ করেন, “ছাত্রশিবির দলাদলি ও মারামারি পছন্দ করে না, বরং আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, জ্ঞান, এবং দেশপ্রেম শেখানোর মাধ্যমে তাদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করি।”
ইফতারের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী দারসুল কোরআন পেশ করেন। ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিন প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য ইফতার সরবরাহ করা হয়, যাতে ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।