পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চ্যাম্পিয়ন্স লিগে আশায় আতলেতিকো

Main Admin
মার্চ ১২, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রথম লেগে ২-১ গোলে হার। ফিরতি লেগে আজ ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে আতলেতিকো মাদ্রিদ। জিততে পারলেই মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট। কিন্তু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই বাড়তি সতর্ক আতলেতিকো। আবার ঘরের মাঠের পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দিয়েগো সিমিওনে বাহিনীকে।চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে আজ অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগে, আর্সেনাল-পিএসভি ও লিল-ডর্টমুন্ড। প্রথম লেগে ৩-১ গোলে জয়ের কারণে ঘরের মাঠে আজ অনেকটাই নির্ভার অ্যাস্টন ভিলা। একই অবস্থা আর্সেনালেরও। ৭-১ গোলে এগিয়ে এমিরাত স্টেডিয়ামে খেলবে গানাররা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় আজ জয়ের বিকল্প নেই লিল অথবা ডর্টমুন্ডের।
 
মেত্রোপলিতানোয় মহারণ
আজ সবার চোখ থাকবে আতলেতিকোর মাঠ রিয়াদ এয়ার মেত্রোপলিতানোয়। যেখানে ঘুরে দাঁড়াতে মরিয়া আতলেতিকো। অন্যদিকে নিজ ছন্দে এগিয়ে যেতে বদ্ধপরিকর রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের এই দ্বৈরথ বরাবরই রিয়াল মাদ্রিদের পক্ষে গিয়েছে। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনাল হোক কিংবা ২০১৭ সালের সেমিফাইনাল; সব সময়ই জয়ী দল ছিল রিয়াল। তবে আতলেতিকো মাদ্রিদের আশা রাখার মতো যথেষ্ট কারণ আছে। কেননা তারা ঘরের মাঠে শেষ সাত ম্যাচের মধ্যে একটিতে হেরেছে তারা রিয়ালের কাছে।
 
পরিসংখ্যান
কাপ প্রতিযোগিতাগুলোতে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে আতলেতিকো। বাকি ম্যাচ ড্র। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আতলেতিকো ছয়বার প্রথম লেগে পরাজিত হয়েছে। কিন্তু ফিরতি লেগে তিনবারই ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে উঠেছে। এবং সবগুলো ঘটনাই তাদের হোম গ্রাউন্ডে দ্বিতীয় লেগে ঘটেছে।
 
গত মৌসুমেও এমনটি হয়েছিল। শেষ ষোলোতে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরে এসেও ঘরের মাঠে আতলেতিকো জিতেছিল ২-১ গোলে। ফিরে আসার গল্পটা তাই সিমিওনেদের জন্য নতুন নয়। আতলেতিকো শেষ ২৮ বছরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোনো নকআউট ম্যাচ হারেনি। তারা ১৯৯৭ সালের মার্চে আয়াক্সের কাছে পরাজিত হওয়ার পর থেকে ১৮টি ম্যাচে অপরাজিত রয়েছে।তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আতলেতিকোর প্রস্তুতি ভালো হয়নি। রবিবার গেতাফের বিপক্ষে তারা ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে। ২৫ ম্যাচ পর গেতাফের কাছে হারের স্বাদ পেল তারা। এই হারের ফলে আতলেতিকো এখন লা লিগায় তৃতীয় স্থানে নেমে গেছে।
 
তুখোড় ছন্দে রিয়াল
আতলেতিকোর মাঠে কীভাবে জিততে হয় তার জানা রিয়ালের। যদিও গ্যালারিতে প্রবল গর্জনের বিপক্ষে খেলতে হবে এমবাপ্পে-ভিনিসিউসদের। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে তারা কলদেরনে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতেছিল। কিন্তু এরপর থেকে তারা আতলেতিকোর মাঠে ১৭ ম্যাচের মধ্যে জিতেছে তিনটি। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর মাঠে তিনবার খেলেও রিয়াল মাদ্রিদ কখনো জিততে পারেনি। তবে এই প্রতিযোগিতায় তাদের অভিজ্ঞতা ও ঐতিহ্যের কারণে তারা এখনো ফেভারিট। গত সপ্তাহে জয় তুলে নেওয়ার মাধ্যমে তারা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে ৫০০ ম্যাচ খেলা এবং ৩০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেছে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে। রিয়াল মাদ্রিদ একবার প্রথম লেগ জিতে গেলে সাধারণত পরের রাউন্ডে উঠে যায়। ২২ বার এমন ঘটনার মধ্যে তারা মাত্র একবার বাদ পড়েছে, ২০১৯ সালে আয়াক্সের বিপক্ষে। আর কোচ আনচেলত্তির অধীনে তারা এখন পর্যন্ত ৯টি নকআউট পর্বে প্রথম লেগ জয়ের পর সবগুলোতেই পরবর্তী রাউন্ডে উঠেছে।
 
দলের শক্তিমত্তা
চোটের কারণে আজ অধিনায়ক কোকে খেলতে পারবেন না আতলেতিকোর জার্সিতে। তবে সিজার আজপিলিকুয়েতা স্কোয়াডে ফিরেছেন। গেতাফের বিপক্ষে প্রথম একাদশে নাহুয়েল মোলিনা ও রবিন লে নরমান্দ জায়গা পেয়েছিলেন। হুলিয়ান আলভারেজ গত সপ্তাহে বার্নাব্যুতে অসাধারণ এক গোল করেছিলেন। ঘরের মাঠেও চাইবেন গোল করতে।
রিয়ালের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আনচেলত্তি তার শক্তিশালী দলকেই নামিয়েছিলেন লা লিগায় ভায়োকানোর বিপক্ষে। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও রদ্রিগো সবাই ছিলেন শুরুর একাদশে।
 
রিয়ালের ইনজুরি তালিকায় আছেন দানি সেবাইয়োস (হ্যামস্ট্রিং), দানি কারভাহাল ও এদের মিলিতাও। তবে অ্যান্টোনিও রুডিগার ও থিবো কোর্তোয়া এই ম্যাচের জন্য ফিট থাকতে পারেন, কারণ তারা ভায়োকানোর বিপক্ষে দলে ছিলেন না।ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেরলঁ মেন্ডি সবাই বিশ্রামে ছিলেন। তবে এই ম্যাচে ফিরবেন তারা। এ ছাড়া বেলিংহাম নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরতে যাচ্ছেন, যার ফলে ব্রাহিম দিয়াজ হয়তো বেঞ্চে বসতে হতে পারে। যদিও গত সপ্তাহে তিনিই রিয়ালের জয়ের নায়ক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।