পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চীনে উৎক্ষেপণের পর রকেট বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে ৩টি স্যাটেলাইট

Main Admin
জুলাই ১৬, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

চীনে উৎক্ষেপণ করার কিছুক্ষণ পর রকেট বিধ্বস্ত হয়ে আবহাওয়াবিষয়ক তিনটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। আইস্পেসের তৈরি ‘হাইপারবোলা ১’ নামের রকেটটি গত বৃহস্পতিবার চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় কারিগরি ত্রুটির কারণে কিছুদূর যাওয়ার পর বিধ্বস্ত হয় রকেটটি। এর ফলে রকেটটিতে থাকা তিনটি আবহাওয়াবিষয়ক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ধ্বংস হয়ে গেছে।

আইস্পেসের তথ্যমতে, ৭৯ ফুট লম্বা হাইপারবোলা ১ রকেটটি উৎক্ষেপণের পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় পর্যন্ত স্বাভাবিকভাবে উড্ডয়ন করার পর দুর্ঘটনার মুখে পড়ে। ইউনিয়াও অ্যারোস্পেসের জন্য তৈরি স্যাটেলাইটগুলো বৈশ্বিক আবহাওয়া ও ভূমিকম্পের পূর্বাভাসের জন্য ব্যবহারের কথা ছিল।

১ জুলাই চীনে স্পেস পাইওনিয়ারের তৈরি ‘তিয়ানলং ৩’ নামের আরেকটি রকেট দুর্ঘটনার মুখে পড়েছে। স্যাটেলাইট লঞ্চ সেন্টারে পরীক্ষার সময় ভুলে উৎক্ষেপণ হয়ে যাওয়ায় কিছুদূর যাওয়ার পরপরই বিধ্বস্ত হয় রকেটটি।

প্রসঙ্গত, ১২ জুলাই ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট দুর্ঘটনায় পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণের পর রকেটটির ইঞ্জিন বিস্ফোরিত হয়। ২০টি স্টারলিংক স্যাটেলাইট বহন করছিল রকেটটি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।