পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চবির ‘এ’ ইউনিটে ২৮১৭ শিক্ষার্থীর ওএমআর বাতিল

Main Admin
মার্চ ৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ওএমআর বাতিল হয়েছে দুই হাজার ৮১৭ ভর্তিচ্ছু শিক্ষার্থীর যা পরীক্ষায় অংশ দেওয়া শিক্ষার্থীর ৩ দশমিক ০৭ শতাংশ।এছাড়া পরীক্ষায় পাস করেছেন ২৯ হাজার ৪১১ ভর্তিচ্ছু যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩২ দশমিক ০৬ শতাংশ। ফেল করেছেন ৫৯ হাজার ৫১১ বা ৬৪ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান পাওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর।বৃহস্পতিবার রাতে ফল প্রকাশের পর এসব তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।

ওএমআর বাতিল হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ সেটকোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশেপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এই তিনটায় ওএমআর বাতিলের বেসিক কারণ।বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ১২৩টি। এই আসনের বিপরীতে এবছর আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী এবং পরীক্ষায় অংশ নেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী।

গত ১ মার্চ (শনিবার) চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ৮ মার্চ বি ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট, ২২ মার্চ ডি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।