পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গণপরিষদ নির্বাচন নিয়ে নতুন ধারণা দিলেন এনসিপি নেতা সামান্তা

Main Admin
মার্চ ১০, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একসঙ্গে গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, এ বিষয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। এনসিপি যদিও এই মন্তব্যকে বিএনপির চূড়ান্ত অবস্থান বলে মনে করছে না।
 
নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে এনসিপি তার অবস্থানে অটল রয়েছে। তবে দলটির নেতারা স্বীকার করছেন, তাঁরা একসঙ্গে দুই নির্বাচন আয়োজনের ধারণাটি বোঝাতে ব্যর্থ হয়েছেন। এনসিপির নতুন চিন্তা অনুযায়ী, গণপরিষদ নির্বাচনে বিজয়ীরা সংবিধান প্রণয়নের পর আইনসভায় রূপান্তরিত হবেন এবং সংসদের সদস্য হয়ে যাবেন। এতে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যার সৃষ্টি হবে না।
 
গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না।’ তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনই তাঁদের অগ্রাধিকার। বিএনপি সরাসরি এনসিপির প্রস্তাব নাকচ করলেও এনসিপি মনে করছে, বিএনপির অবস্থান এখনও চূড়ান্ত নয়। অতীতে বিএনপির নীতিগত অবস্থানে পরিবর্তন এসেছে, ফলে ভবিষ্যতে তাঁরা নমনীয় হতে পারেন বলেও মনে করছে এনসিপি।
 
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ বিষয়টি যেভাবে দেখেছেন, এটি সে রকম নয়। সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন, এটি এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘আমরা কখনোই গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলতে চেয়েছি, গণপরিষদ আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে।’
 
এনসিপি মনে করে, বিএনপি এখনো চূড়ান্ত অবস্থানে পৌঁছায়নি। বিএনপি একেবারেই ঐকমত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে কি না, তা সময়ই বলে দেবে। এনসিপির মতে, সংবিধান পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ফলে তারা গণপরিষদ নির্বাচনের ওপর জোর দিচ্ছে।গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজনের ধারণাটি রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপি আপাতত বিরোধিতা করলেও এনসিপি মনে করছে, ভবিষ্যতে তাদের অবস্থান নমনীয় হতে পারে। এনসিপির নতুন চিন্তাভাবনা রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।