কুমিল্লার ময়নামতি হাইওয়ের পদুয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আযাদুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে, সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় আযাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত আযাদুল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তার ভাই শহিদুল ইসলাম জানান, আযাদুল রাতে নিজের মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসছিলেন। এ সময় কুমিল্লার ময়নামতি হাইওয়েতে পেছন থেকে দ্রুতগতি একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।