বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বিএম নজরুল ইসলাম (কাবুল) এঁর সভাপতিত্বে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কুবাদ সিকদার ও পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন) সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল কবির (চন্দন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা কৃষক দলের আহবায়ক লিটন সরকার, নড়াগাতী থানা কৃষক দলের সদস্য সচিব মিন্টু ঘোষ, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন (ঝুনু), নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার জোছনা মল্লিক)।
এসময় উপস্থিত ছিলেন,
পহরডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সহিদ শেখ, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ (সবুজ), পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাবলু মল্লিক, পহরডাঙ্গা ইউনিয়ন সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।