কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি আগামীকাল শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। একই দিনে তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। দেশটির গভর্নর জেনারেলের কার্যালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হয়ে কানাডায় নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন উদারপন্থী নেতা মার্ক কার্নি।৫৯ বছর বয়সি কার্নি মূলত রাজনীতিতে নবাগত হলেও সম্প্রতি বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে তিনি ৮৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।এর আগে, তিনি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি দেশটির অর্থনীতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করবেন বলে ধারণা করা হচ্ছে।জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি বলেন, “হকির মতো বাণিজ্যেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনবে কানাডা।” তার এই মন্তব্য দেশটির জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।