জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, “কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি। কর তো আয়ের ওপর নির্ধারিত, ব্যয়ের ওপর নয়, তাই কর দিতে কোনো সমস্যা নেই।” তিনি এসব মন্তব্য করেন মঙ্গলবার, রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্বকালে।
এদিন পেশাজীবী সংগঠন আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের নেতারা আলোচনায় অংশ নেন।
আলোচনায় জমির মৌজা মূল্য হালনাগাদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন আইসিএবির স্নেহাশিস বড়ুয়া। তিনি বলেন, “ভূমির বাজারমূল্যের তুলনায় মৌজা মূল্য কম থাকায় অপ্রদর্শিত অর্থ সৃষ্টি হচ্ছে। জমি ও ফ্ল্যাটের মৌজা মূল্য সময় সময়ে হালনাগাদ করতে হবে, যাতে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ও এনবিআরের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করা যায়।”
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “জমির প্রকৃত মূল্য মৌজায় নিয়ে আসার পক্ষে আমরা। তবে, জমি রেজিস্ট্রেশন খরচ বাড়বে, তাই ধীরে ধীরে কর কমিয়ে এ সমস্যার সমাধান করতে চাই।” তিনি আরও বলেন, “আমাদের কাজ হলো কর আদায় করা, অন্য প্রতিষ্ঠানের কাজ আলাদা।”
বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি নিয়ে স্নেহাশিস বড়ুয়া বলেন, “বিদেশি প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর কর আদায় করা হচ্ছে না, তাদের শুধু উৎসে কর দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে যথাযথ কর আদায় করতে হবে।”
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “যারা চুক্তি তৈরি করেন, তাদের এটা বিবেচনা করা উচিত। চুক্তির মধ্যে ব্যাপক কর ফাঁকির সুযোগ রয়েছে, এবং এখানে আমাদের বড় দিক-নির্দেশনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সরকারকে কর চাপানো হচ্ছে, কিন্তু প্রকল্পের আয়ের ওপর কর আদায় করা উচিত।”