পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না এনবিআর চেয়ারম্যান

Main Admin
মার্চ ১২, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, “কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি। কর তো আয়ের ওপর নির্ধারিত, ব্যয়ের ওপর নয়, তাই কর দিতে কোনো সমস্যা নেই।” তিনি এসব মন্তব্য করেন মঙ্গলবার, রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্বকালে।

এদিন পেশাজীবী সংগঠন আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের নেতারা আলোচনায় অংশ নেন।

আলোচনায় জমির মৌজা মূল্য হালনাগাদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন আইসিএবির স্নেহাশিস বড়ুয়া। তিনি বলেন, “ভূমির বাজারমূল্যের তুলনায় মৌজা মূল্য কম থাকায় অপ্রদর্শিত অর্থ সৃষ্টি হচ্ছে। জমি ও ফ্ল্যাটের মৌজা মূল্য সময় সময়ে হালনাগাদ করতে হবে, যাতে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ও এনবিআরের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করা যায়।”

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “জমির প্রকৃত মূল্য মৌজায় নিয়ে আসার পক্ষে আমরা। তবে, জমি রেজিস্ট্রেশন খরচ বাড়বে, তাই ধীরে ধীরে কর কমিয়ে এ সমস্যার সমাধান করতে চাই।” তিনি আরও বলেন, “আমাদের কাজ হলো কর আদায় করা, অন্য প্রতিষ্ঠানের কাজ আলাদা।”

বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি নিয়ে স্নেহাশিস বড়ুয়া বলেন, “বিদেশি প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর কর আদায় করা হচ্ছে না, তাদের শুধু উৎসে কর দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে যথাযথ কর আদায় করতে হবে।”

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “যারা চুক্তি তৈরি করেন, তাদের এটা বিবেচনা করা উচিত। চুক্তির মধ্যে ব্যাপক কর ফাঁকির সুযোগ রয়েছে, এবং এখানে আমাদের বড় দিক-নির্দেশনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সরকারকে কর চাপানো হচ্ছে, কিন্তু প্রকল্পের আয়ের ওপর কর আদায় করা উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।