হাইকোর্ট রায় দিয়েছে যে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।হাইকোর্টের রায়ে বলা হয়েছে, যারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াও এখন পর্যন্ত ডাক্তার পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। তবে, বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে যদি কেউ এই আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ রায়টি সংশ্লিষ্ট চিকিৎসক ও আইনজীবীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি একটি দীর্ঘকাল ধরে চলতে থাকা বিতর্কের নিষ্পত্তি করেছে।এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার বিষয়টি ২০১০ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়। তবে, কিছু ক্ষেত্রে এই আইন বৈষম্যমূলকভাবে প্রয়োগ হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গত কয়েক বছরে চিকিৎসকরা এই আইন নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।এদিকে, হাইকোর্টের রায়ে বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেন তবে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং ৩ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।এ সিদ্ধান্ত চিকিৎসা সেবার মান রক্ষা এবং সঠিক যোগ্যতার অধিকারী ব্যক্তিদেরই চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।