পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয় হাইকোর্ট

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে করা রিটটিও খারিজ করা হয়েছে।রায়ে বলা হয়, ‘আজ থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবেন না। তাদের ক্ষেত্রে কোন প্রিফিক্স প্রযোজ্য হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’রায়ে আরো বলা হয়, ‘এ পর্যন্ত যারা এ পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না। তবে এখন থেকে ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে।’
 
২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট দায়ের করেন। ওই বছরের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে রিটটি আদালতে ৬৭ বার কজ লিস্টে এলে এর ওপর শুনানি হয়নি। সবশেষ গত ২৫ ফেব্রুয়ারি ডাক্তার পদবি ও এর ব্যবহারসংক্রান্ত দুটি রিটের শুনানি হয়। আদালত উভয় রিটের রায় ঘোষণার জন্য গতকাল দিন ধার্য করেন।
 
এদিকে পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার থেকে ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের’ ব্যানারে দিনভর কর্মসূচি পালনের পর গতকাল কর্মবিরতির ঘোষণা দেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে ছিল এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না। তাদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও যোগ দেন। পরে আদালতের রায়ের পর বিষয়টি মীমাংসা হয়।তাদের বাকি দাবিগুলো হলো—উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রিকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্যপদে ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক ষষ্ঠ গ্রেডে চাকরির প্রবেশপথ তৈরি করতে হবে। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪-এ উন্নীত করতে হবে। সব ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করতে হবে। চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।