ঈদে চ্যানেল আই-এ সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার
ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চ্যানেল আই দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে। ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেলটিতে সাতটি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
প্রথম দিন প্রচারিত হবে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’, যেটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। দ্বিতীয় দিনের সিনেমা ‘দরদ’, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। তৃতীয় দিনে দেখানো হবে বিপ্লব সরকার পরিচালিত ‘আগন্তুক’, যেখানে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, মাহমুদ আলমসহ অনেকে।
চতুর্থ দিনে সম্প্রচারিত হবে কাজী হায়াৎ ও রওশন আরা নিপার যৌথ পরিচালনায় নির্মিত ‘গ্রিন কার্ড’, যেখানে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। পঞ্চম দিনের সিনেমা ‘ডেড বডি’ পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল, যা একটি হরর সিনেমা। এতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, মিশা সওদাগরসহ অনেকে।
ষষ্ঠ দিনে দেখানো হবে ‘মাকড়সার জাল’, যা পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। ২০২১ সালে সেন্সর বোর্ড কর্তৃক নিষিদ্ধ হওয়া এই ছবিটি কিছু পরিবর্তনের পর সম্প্রচারের অনুমতি পেয়েছে। সপ্তম ও শেষ দিনের সিনেমা ‘মেকাপ’, যা নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, পায়েল মুখার্জি ও আরও অনেকে।
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে এই সিনেমাগুলো দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে বলে আশা করা হচ্ছে।