ইসরাইলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় লাখো ফিলিস্তিনির জুমা আদায় বর্বর ও দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমা আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি।শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াক্ফের মহাপরিচালক শেখ আজম আল-খতিব। তিনি বলেন, ‘আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন’।
ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞা
ইসরাইলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে।বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ ঘোষণা দেয়, পূর্ব জেরুজালেমজুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে। পাশাপাশি দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেকপয়েন্ট অতিক্রম করে আল-আকসায় যেতে বাধা দেয়।বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়,
✅ কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ
✅ ৫০ বছরের বেশি বয়সী নারী
✅ ১২ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এছাড়া মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেকপয়েন্টে কঠোর তল্লাশির মুখে পড়তে হবে।
বিধিনিষেধ উপেক্ষা করেও মুসল্লিদের অংশগ্রহণ
এই বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরাইলি ভূখণ্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা আল-আকসায় উপস্থিত হন। এসময় মসজিদের রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবীরা মুসল্লিদের সহায়তা করেন।জুমার খুতবায় শায়খ মুহাম্মদ সালিম মুহাম্মদ আলী ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন।