পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমা আদায় লাখো ফিলিস্তিনির

Main Admin
মার্চ ৮, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় লাখো ফিলিস্তিনির জুমা আদায় বর্বর ও দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমা আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি।শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াক্‌ফের মহাপরিচালক শেখ আজম আল-খতিব। তিনি বলেন, ‘আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন’।

ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞা

ইসরাইলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে।বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ ঘোষণা দেয়, পূর্ব জেরুজালেমজুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে। পাশাপাশি দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেকপয়েন্ট অতিক্রম করে আল-আকসায় যেতে বাধা দেয়।বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়,
✅ কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ
৫০ বছরের বেশি বয়সী নারী
১২ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এছাড়া মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেকপয়েন্টে কঠোর তল্লাশির মুখে পড়তে হবে

বিধিনিষেধ উপেক্ষা করেও মুসল্লিদের অংশগ্রহণ

এই বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরাইলি ভূখণ্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা আল-আকসায় উপস্থিত হন। এসময় মসজিদের রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবীরা মুসল্লিদের সহায়তা করেন।জুমার খুতবায় শায়খ মুহাম্মদ সালিম মুহাম্মদ আলী ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন।

ইসরাইলি দমননীতি ও ফিলিস্তিনিদের উদ্বেগ ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।ফিলিস্তিনিরা মনে করেন, এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলের পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদের ইসলামি ও আরব পরিচয় মুছে ফেলার বৃহত্তর অপপ্রচেষ্টার অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।