পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইমারতের অনুমোদন বিধিমালার চেকলিস্ট সাইনবোর্ড আকারে টানাতে হবে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য মোহাম্মদ আবদুল আহাদ বলেছেন, ডিটেল এরিয়া প্ল্যানে (ড্যাপ) পরিবেশ সংক্রান্ত, ইমারতের অনুমোদন বিধিমালার চেকলিস্ট সাইনবোর্ড আকারে বিভিন্ন জায়গায় স্থাপন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজউকের সভাকক্ষে অঞ্চল ৫ এবং অঞ্চল ৭ এর আওতাধীন এলাকায় অননুমোদিত আবাসিক এলাকাসমূহের পরিকল্পনা অনুমোদনপত্র এবং নকশা অনুমোদন বিষয়ক আবাসন প্রতিষ্ঠান ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আবদুল আহাদ বলেন, নগরী হিসেবে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে ওঠার দায়ভার আমাদের সবার। তাই ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবাইকেই নিতে হবে। ইমারতের অনুমোদন বিধিমালার চেকলিস্ট সাইনবোর্ড আকারে বিভিন্ন জায়গায় স্থাপন করতে হবে যেন সবাই তা দেখতে পায়। পাশাপাশি ডেটাবেইজ তৈরি করতে হবে।

সভায় অংশ নিয়ে রাজউক সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন অর রশীদ বলেন, অনুমোদনহীন আবাসিক এলাকা উচ্ছেদে আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করতে বদ্ধপরিকর। সে অনুযায়ী ৬ মাসের মধ্যে মধুমতি মডেল টাউন উচ্ছেদের জন্য রাজউক নির্দেশপ্রাপ্ত হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভবন নির্মাণ করতে হবে। আমরা এমন কিছু করব না যেন আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়।

সভায় সরকারের খাসজমি সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার করে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার ওপরে গুরুত্ব দিয়ে আবাসিক এলাকাসমূহের প্রতিনিধিদের পরিকল্পিত এলাকা গড়ে তোলার আহ্বান জানানো হয় রাজউকের পক্ষ থেকে।

রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় আবাসন প্রতিষ্ঠান মালিক, প্রতিনিধিসহ রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।