পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইবিএল ও মনের বন্ধু’র পার্টনারশীপ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত নারীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ও কল্যান সেবা প্রদানে দেশের শীর্ষস্থানীয় কাউন্সেলিং প্রতিষ্ঠান মনের বন্ধু’র সঙ্গে যৌথভাবে কাজ করবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইবিএল পার্টনার হিসেবে মনের বন্ধু’কে সহযোগিতা প্রদান করবে। মনের বন্ধু’র কাউন্সিলিং এবং কল্যান সেবার মাধ্যমে পাঁচ হাজারের অধিক নারী কর্মী উপকৃত হবে।

রবিবার (২৬ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন উদ্যোগটি পরিচালনার জন্য মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা’কে একটি চেক হস্তান্তর করেন।

আহমেদ শাহীন এ প্রসঙ্গে বলেন, “তৈরি পোশাক খাতে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই ভবিষ্যৎ অর্জনের জন্য মনের বন্ধু’র সঙ্গে আমাদের পার্টনারশীপকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করি”।

তৌহিদা শিরোপা তার বক্তব্যে জানান, “মনের বন্ধু’র মিশন হলো সাশ্রয়ী মূল্যে মানসিক স্বাস্থ্য ও কল্যান সেবা সহজলভ্য করা। এই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমরা সব সময় তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকের, বিশেষ করে নারী কর্মীদের সহায়তার ব্যাপারে সব সময়ই আগ্রহী ছিলাম, কারন তারা আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ইবিএল’কে ধন্যবাদ জানাই। এই যৌথ উদ্যোগটি অনুকরণীয় হয়ে থাকবে”।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনের বন্ধু’র পরিচালক স্থপতি তাসবীর শাতিল, মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম প্রধান এবং লীড মনোসামাজিক কাউন্সেলর কাজী রুমানা হক, ফাইন্যান্স ও একাউন্টসের ইনচার্জ মোঃ আসিফ ইকবাল, প্রোজেক্ট পোর্টফোলিও ম্যানেজার স্যাফায়ার হোসেন খান, সহকারী ব্যবস্থাপক (কন্টেন্ট ও মার্কেটিং) নওশাবা হৃদিতা; ইস্টার্ন ব্যাংকের কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, কোম্পানি সচিব মোঃ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস, আরএমডি প্রধান সাইফুল ইসলাম এবং আর্থিক পরিচালন ও নিয়ন্ত্রন বিভাগ প্রধান শফিকুল ইসলাম জাহিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।