পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আর্সেনালের সঙ্গে ড্র করলো পিএসভি

Main Admin
মার্চ ১৩, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে খেলেছিল আর্সেনাল। ওই ম্যাচে স্বাগতিকদের গোলবন্যায় ভাসিয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে বাড়ি ফিরে এসেছে তারা।৭-১ গোলে জয়, চোখ বন্ধ করে বলে দেয়া যায়- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর্সেনালের। ফিরতি লেগের ম্যাচ হবে শুধু নিয়মরক্ষার। পিএসভি কর্তৃপক্ষও বিষয়টা বুঝতে পেরে তাদের দর্শকদের, যারা লন্ডনে এসে আর্সেনাল ও পিএসভির ফিরতি পর্বের ম্যাচ দেখবে, তাদেরকে টিকিটে কিছু ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছিল।তবে বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে দর্শকদের হতাশ হতে হয়নি। কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না জেনে বেশ ভালো খেলা উপহার দিয়েছে পিএসভি ও আর্সেনাল। ম্যাচ শেষ হয়ে ছে ২-২ গোলের সমতায়। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৯-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো গানাররা। যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।আর্সেনালের হয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করেন ওলেকজান্ডার জিঙ্কসেঙ্কো। ১৮তম মিনিটে পিএসভিকে সমতায় ফেরান ইভান পেরিসিক। ৩৭ মিনিটে আবারও আর্সেনালকে লিড এনে দেন ডেকলান রাইস। ৭০তম মিনিটে পিএসভিকে আবারও সমতায় ফেরান চুহাইব দ্রিউখ। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় আর্সেনাল-পিএসভি ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।