নতুন এক নম্বর অলরাউন্ডার পেল ওয়ানডে ক্রিকেট। সতীর্থ মোহাম্মদ নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে দুই ধাপ এগিয়েছেন ওমরজাই।
ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। তাঁর চেয়ে নবী পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।সম্প্রতি ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করা ভারতের অক্ষর প্যাটেল এগিয়েছেন ১৭ ধাপ। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তা তাঁকে নিয়ে এসেছে ১৩ নম্বরে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।