অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমযুক্ত ফোনে চলতি বছরের শেষের দিকে লক স্ক্রিন উইজেট যুক্ত হবে। গত বছর থেকেই পিক্সেল ট্যাবলেট ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছে। তবে এবার গুগল ফোন ও আরো ট্যাবলেটে লক স্ক্রিন উইজেট চালু হচ্ছে। গুগল সম্প্রতি ঘোষণা দিয়েছে, সব উইজেটই স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে কাজ করবে। তবে চাইলে অ্যাপ ডেভেলপাররা এ সুবিধা বন্ধ রাখতে পারবেন। কিছু নির্দিষ্ট কাজ, যেমন অ্যাপ চালু করতে এখনো ফিঙ্গারপ্রিন্ট, পিন বা ফেস আনলক দিয়ে ফোন খুলতে হবে। দ্য ভার্জ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।