পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অমর্ত্য সেনের মন্তব্যে জামায়াতের আমিরের প্রতিক্রিয়া

Main Admin
মার্চ ৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অমর্ত্য সেনের এই মন্তব্যের পর, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান তার প্রতিক্রিয়া জানাতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।

অমর্ত্য সেনের সাক্ষাৎকারে উল্লেখিত বিভিন্ন বিষয়, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে শফিকুর রহমান বলেছেন, “অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলিয়েছেন।” তিনি আরও বলেন, “বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি যে দেশে বসবাস করেন, সেই সমাজের আয়নাতে নিজেকে দেখার চেষ্টা করুন।”

শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর ধরে সেক্যুলারিজমের নামে চরম ভন্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।” জামায়াতের আমির তার পোস্টে যোগ করেন, “যা বলেছেন, তা তাঁর বদ্ধমূল ধারণার ফল, কিন্তু বাস্তবতা এর পুরোপুরি বিপরীত।”

সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, “অমর্ত্য সেন যাদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছেন, তাদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলুন। তবে এটি সম্ভব নয়, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।”

শফিকুর রহমান যোগ করেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না।”

অমর্ত্য সেনের মন্তব্য এবং জামায়াতের আমিরের প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে। জামায়াতের পক্ষ থেকে তার প্রতিক্রিয়াটি কঠোরভাবে সমালোচনা করা হয়েছে, তবে কিছু মহল তার সমর্থনও জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।