রাজধানী ঢাকা সহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার হয়েছে। অন্যান্য অভিযানের সঙ্গে মিলিয়ে একই সময়ে মোট ১,৫০৩ জন গ্রেপ্তার হয়েছে।
সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর সর্বশেষ আপডেট প্রদান করেন। তিনি অভিযানের সফলতা এবং উদ্ধার করা বিভিন্ন অস্ত্র ও বিপজ্জনক সামগ্রীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:১টি পিস্তল,১টি দেশীয় তৈরি শুটার গান,১টি পিস্তলের গুলির খোসা,১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ,২টি কার্তুজের খোসা,১টি চাপাতি,২টি রামদা,১টি ছেনি,২টি দা,৪টি ছোরা,১টি ধারালো চাকু,২টি ধামা,১টি স্টিলের তৈরি ব্যাটন,১টি প্লাস,১টি খেলনা পিস্তল
এই অভিযান সারাদেশে অব্যাহত রয়েছে, যার লক্ষ্য অপরাধী চক্রকে ধ্বংস করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বাহিনী জনগণের সহযোগিতা কামনা করছে এবং আইনের শাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।‘অপারেশন ডেভিল হান্ট’ অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ কার্যক্রম বন্ধে কাজ করে যাচ্ছে। গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সংক্রান্ত ভবিষ্যৎ আপডেট যথাসময়ে জানানো হবে।